Insane
HomeBlogAbout me

[>>] জীবনের গল্প

নাহিদ হাসান
জীবন মানে শুধু আহাকার।জীবন মানে শুধু যন্তনা,কেন যে মানুষ পৃথিবীতে আসে।আবার কেন যে যায় তা কেউ বলতে পারে না।এই পৃথিবী,সুন্দর, সুন্দর মানুষ।কিন্তু এই সুন্দর পৃথিবীর মাঝে অনেক মানুষ বাস করে।যাদের মনে সুখ দুঃখ দুটোই বাস করে।জীবনের মানে আসলে কী? সেটা খুছতেগিয়ে আমি দেখলাম।জীবনের মানে কিছুই না।এই পৃথিবীতে মানুষ আসা মানে দুঃখের সাথে লড়াই করা।সুখ কিন্তু জীবনে আসে তবে অল্প অল্প করে।জীবনের বেশী ভাগটাই হচ্ছে দুখ।তাঁর পর ও বেঁচে থাকতে হয়।আর এই সুখদুঃখের মাঝে সইতে হয় বেদনা যন্তনা আর বুক ভরা আহাকার।মানুষের মনের কথাশুধু আল্লাহ্ ছাড়া কেউ বলতে পারে না। এই পৃথিবীতে যত মানুষ আছে।তাঁদের মধ্যে কোন মানুষ ধণী আর কোন মানুষ গরীব।আবার কোন মানুষ ধণী ও নয় গরীব ও নয় মাঝামাঝি।কিন্তু মানুষ যত ধণী বা গরীব হোক না কেন,তাদের মনে বেশী সুখ নেই।তাদের মনে দুঃখ আছে।মানুষের বাহিরের রুপদেখে ভিতরের মানুষকে চেনা যায় না। মানুষ বাহিরে দেখতে যতটা সুন্দর ভিতরে ততটা সুন্দর নয়। N=ভালো মন্দ সমান নয় যদিও খারাপের পরিমান তোমাকে আকৃষ্ট করতে পারে।(সূরা=আল মায়িদা আয়াত-১০৩)
Back to posts