[>>] তিন গাঁদা
মাসুদ হাসান
ওরা তিন গাঁদা মা একটা বাবা দুইটা, বড় গাঁধা বলেবাবা আমার কোনটা. ছোটটা না বড়টা। মা বলে তোর বাবাবড়টা মেজ গাঁদা বলে মা আমি বিয়ে করবো,তোমার সইয়ের মেয়েটা। বড় গাঁদা বলে মা আমিও বিয়ে করবো তোমার সইয়ের মেয়েটা, মা এখন চিন্তা করে আমার দুই ছেলে চাই গাঁদাটা চায়না, মা সইয়ের মেয়ের বিয়ে দেয় ছোট গাঁদার সাথে আর এই দুই গাঁদা পায়না। এখন ছোটগাঁদা বিয়ে করে আনল, তিন গাঁদার যুদ্ধ হইলো। বড় গাঁদা বলে ছোট গাঁদার বউকে আমার ঘরে আয়, মেজ গাঁদা বলে আমার ঘরে আয়, ছোট গাঁদা বলে আমার ঘরে আয়............... ..... এখন ছোট গাঁদার বউ চিন্তা করে মানুষ আমি একটা, আমি কারেদের মনটা। এখন শাশুরী বলেবউও, ছোট গাঁদার ঘরে যাও।ছোট গাঁদা তোমার স্বামী, আর বড়টা তোমার দামী। মেজটা তোমার দেবর..... ..... বড়গাঁদার বাপ বড় গাঁদাকে কয়তোর বিয়ে দেবো আমার বুন্ধমেয়ের সাথে, বড় গাঁদা বলেবাবা আমি বিয়ে করবো ছোট গাঁদার বউটা। বড় গাঁদার বাপ চিন্তা করে কোন গাঁদার পাল্লায় পড়েছি, একটা মরেছে তাঁর মা একটা মরেছি আমি। ওরা স্বামী স্তী কথা বলে একটা মেয়ে জোগার কর, ছোট গাঁদার বউ হিসেবে শিকার কর। বড় গাঁদার বিয়ে হইলো নাম হল অন্জুলী, মেজ গাঁদা বলে আমি থাকলাম একাকী। মেজ গাঁদা চিন্তা করে বড় গাঁদা ও ছোট গাঁদার বিয়ে হইলো, আমি কী পড়ে থাকবো। চিন্তায় চিন্তায় পাগল হইলো, বাড়ি থেকে চলে গেল।বড় গাঁদা ছোট গাঁদা মেজ গাঁদার খোঁজ নাহি পাইলো........ কী ভালো লেগেছে
Created at 2012-10-09 10:40
Back to posts