Ring ring
HomeBlogAbout me

[>>] কৌতুক_০১

নাহিদ হাসান
একটা লোক একটা স্টার রেস্টুরেন্টে ঢুকে দেখল।তিনটি দরজা ১ম দরজার গায়ে লেখা চাইনিজ খাবার ২য় দরজায় লেখা বাঙালী খাবার ও ৩য় দরজায় লেখা ইংরেজ খাবার।লোকটি তাঁর অনুযায়ী চাইনিজ খাবারের দরজায় ঢুকলেন।সেখানে তিনি আরো দুটি দরজা দেখতে পেলেন,১মদরজা লেখা বাড়ি নিয়া খাইবেন ২য় দরজায় লেখা হোটেলে খাইবেন।লোকটি হোটেলে খেতে চেয়েছিল,তাই তিনি হোটেলে খাইবেন লেখা দরজায় ঢুকলেন।সেখানে আরোদুটি দরজা দেখতে পেলেন,১মদরজায় লেখা এসি রুম,২য় দরজায় লেখা নন এসি রুম।লোকটি এসি রুমে খেতে চেয়েছিল।তাইসে এসি রুম লেখা দরজাটায় ভিতরে ঢুকলেন।সেখানে আরো দুটি দরজা দেখতে পেলেন ১ম দরজায় লেখা ক্যাশ খাইবেন,২য় দরজায় লেখা বাঁকি খাইবেন।লোকটি ভাবলবাঁকি খেলেই ভালো হয়।তাইসে বাঁকি খাইবেন দরজা খুলে বেরোতেই সে নিজকে রাস্তায় দেখতে পেলেন।
Back to posts