HomeBlogAbout me

[>>] খুশির কথা

ওমর ফারুক
বাগানে কাজ করছে দুই মালি।একজন গর্ত খুঁড়ছে,অন্যজন তা ভরাট করছে।তা দেখে মুন্না সাহেব বললেন,কী ব্যাপার,তোমরা গর্ত খুঁড়ছো আর ভরাট করছো কেন?শুনে যে মালি গর্ত খুঁড়ছিল সে ঘুরে দাঁড়িয়ে বলল, আমরা আসলে বাগানে কাজ করি তিনজন।আমি গর্ত খুঁড়ি,আরেকজন তাতে গাছ লাগায়,আর ও গতর্ত ভরাট করে।কিন্তু আজকে যে মালি গাছ লাগায় ও আসেনি।তাই বলে তো আর আমরা কাজ না করে বসে থাকতে পারি না।তাই আমরা আমাদের কাজ করে যাচ্ছি।
Back to posts

Polly po-cket